1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

মোড়েলগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ মোড়েলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রতীকী ভাবে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ (সেপ্টেম্বর ) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে একটি বিশাল ‍ র‍্যালি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপুরিয়া পট্টিতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ড, কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও মনিটরিং টিম প্রদান খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা মহিলা দলের নেত্রী ফারজানা আক্তার নিপা, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহ-সভাপতি এফএম শামীম আহসান ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপি’র সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ ফিরোজ শাহ তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর ) সকালে মোড়েলগঞ্জ পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বক্তারা বলেন ” ১৯ ৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, স্বাধীনতা – সর্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মোরেলগঞ্জ বিএনপির মধ্যে কোন বিভক্তি নেই ভবিষ্যতেও থাকবে না “। অনুষ্ঠান ঘিরে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ৩ দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সে সেনা টহল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট