মোঃ ফিরোজ আহমেদ মোড়েলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রতীকী ভাবে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ (সেপ্টেম্বর ) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপুরিয়া পট্টিতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ড, কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও মনিটরিং টিম প্রদান খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা মহিলা দলের নেত্রী ফারজানা আক্তার নিপা, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহ-সভাপতি এফএম শামীম আহসান ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপি'র সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ ফিরোজ শাহ তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর ) সকালে মোড়েলগঞ্জ পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট - ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বক্তারা বলেন " ১৯ ৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, স্বাধীনতা - সর্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মোরেলগঞ্জ বিএনপির মধ্যে কোন বিভক্তি নেই ভবিষ্যতেও থাকবে না "। অনুষ্ঠান ঘিরে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ৩ দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সে সেনা টহল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।