
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা“ইনসাফ মঞ্চ”–এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০২ জানুয়ারি ২০২৬)সকাল ৯টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বার্তা পত্রিকার সম্পাদক,বিশিষ্ট আইনজীবী ও লেখক এডভোকেট এম.মাফতুন আহমেদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সততা,ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা আবু সাঈদ,আমির,জামায়াতে ইসলামী, পাইকগাছা উপজেলা;
গোলাম রব্বানী,আহ্বায়ক,বৈষম্য ছাত্র আন্দোলন,কয়রা উপজেলা;
কাজী আবুল বাশার,সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক;
মোঃ রুহুল আমিন,সাবেক সভাপতি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,দক্ষিণ জেলা;
মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক;
মোঃ রফিকুল ইসলাম,জুলাই বিপ্লবের শহীদের পিতা;
মোঃ মিজানুর রহমান,সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাইকগাছা পৌরসভা;
মোঃ শফিয়ার রহমান,এসিস্ট্যান্ট সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাইকগাছা পৌরসভা।
আলোচনা সভায় বক্তারা বলেন,
“ইনসাফের পক্ষে ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই শহীদ শরীফ ওসমান হাদীর আজীবন স্বপ্ন ছিল।”
তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম.আমিনুল ইসলাম, ইংরেজি শিক্ষক,কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, পাইকগাছা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজ তারেক।
এসময় আনুষ্ঠানিকভাবে পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চ–এর আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
ইনসাফ মঞ্চের মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিএম শাকিল হাফিজ (সম্রাট),
সদস্য সচিব হিসেবে জিএম মিজবাহ আহমেদ,
এবং মুখ্য সংগঠক হিসেবে মোঃ ওলিউর রহমান।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।