
কলারোয়া ব্যুরো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কলারোয়া সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে এক শহীদি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে শেষ হয়। মিছিলে সর্বস্তরের ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে উপজেলা গেটের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “হাদী কথা রেখেছেন। তিনি শহীদি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। জুলাইকে তিনি বিক্রি হতে দেননি। কোনো অন্যায়ের কাছে, কোনো আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল তার আদর্শ।”
তারা আরও বলেন, “হাদী একজন মানুষ ছিলেন, কিন্তু তার শাহাদাত আজ হাজারো হাদির জন্ম দিয়েছে। আজ ঘরে ঘরে হাদির আদর্শ ছড়িয়ে পড়েছে। এই রক্ত বৃথা যেতে পারে না। আমাদের মাথা উঁচু করে হাদির আদর্শ ধারণ করে চলতে হবে—তাতেই শহীদের আত্মা শান্তি পাবে।”
বক্তারা স্পষ্ট করে বলেন, “ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। এই লড়াই কোনো ব্যক্তি বিশেষের নয়, এই লড়াই আজাদীর লড়াই, ন্যায় ও ইনসাফের লড়াই।”
সমাবেশ চলাকালে উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। এ সময় তারা, ‘হাদীর হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘শরিফ ওসমান হাদীর রক্ত বৃথা যাবে না’, ‘খুনিদের বিচার চাই’, ‘আমি কে, তুমি কে, হাদী, হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’,
‘আমরা সবাই হাদী হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’, ইত্যাদি স্লোগান দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।