1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর মৃত্যুতে বাংলাদেশ কংগ্রেসের শোক বিরামপুর রেলস্টেশনের জমিতে প্রকাশ্যে অবৈধ দোকানপাট! প্রশাসনের নীরবতা নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভ সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক মুন্সীগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা: মমতাজ আলো’র নিরলস প্রচেষ্টায় কোটি টাকার বরাদ্দ নিশ্চিত দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়নি বলা ভালোবাসি তোমায় জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু থানা পুলিশের অভিযানে ১৬’ শ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জন আটক দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস

মুন্সীগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা: মমতাজ আলো’র নিরলস প্রচেষ্টায় কোটি টাকার বরাদ্দ নিশ্চিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে উন্নয

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে নিরলস ও একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো। তাঁর ঐকান্তিক উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টায় জেলার বিভিন্ন এলাকায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ নিশ্চিত হচ্ছে।

মমতাজ আলো’র একক প্রচেষ্টায় দিঘীরপাড় অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের দেওয়াল প্রাচীর নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সরাসরি ১০ লাখ টাকার বিশেষ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে সমগ্র মুন্সীগঞ্জে ৪০টি কল স্থাপনের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে মোট ৫৪টি প্রকল্পে বরাদ্দ আনা হয়েছে, যার মধ্যে কোনো কোনো প্রকল্পে ৩ লাখ টাকা এবং কোনো কোনো প্রকল্পে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।আইবিএননিউজকে তিনি এ তথ‍্য দিয়েছেন ।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। কামারখাড়া থেকে হাসাইল বাজার পর্যন্ত ১৪ ফুট প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। দিঘীরপাড় হাই স্কুলের রাস্তা সংস্কারের জন্য প্রাথমিকভাবে ১৪ লাখ টাকার বরাদ্দ পাস হয়েছে। পাশাপাশি দিঘীরপাড় শাখা নদীর ওপার থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যও বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকি গ্রামের শহিদ শ্যামল স্মৃতি পাঠাগারের জন্য ১০ লাখ টাকার অনুদান এবং লৌহজং উপজেলার কোমার ভোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিশেষভাবে ১০ লাখ টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে কলমা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের জন্য ১ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন মমতাজ আলো।

এই গুরুত্বপূর্ণ বরাদ্দসমূহ আনার জন্য মমতাজ আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল হবে আরও নিরাপদ ও সহজ।

এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মমতাজ আলো’র মতো নেতৃত্বের মাধ্যমে মুন্সীগঞ্জে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট