1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা: মমতাজ আলো’র নিরলস প্রচেষ্টায় কোটি টাকার বরাদ্দ নিশ্চিত দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়নি বলা ভালোবাসি তোমায় জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু থানা পুলিশের অভিযানে ১৬’ শ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জন আটক দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস বিজয় দিবসের শুভেচছা জানিয়েছেন বাংলাদেশ সর্বজনীন দলেক সভাপতি ও সাংবাদিক আবুল হাসেম যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত যশোর-২ আসনে বিএনপি প্রার্থীর বাসায় রাতে হামলা, গ্রামবাসীর হাতে আটক-১

রামু থানা পুলিশের অভিযানে ১৬’ শ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

মোঃ ইলিয়াছ কক্সবাজার।

কক্সবাজারে রামু থানা পুলিশের অভিযানে ১৬’ শ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি, ১টি মিনি পিকআপসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় ব্যক্তি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহের উদ্দেশ্যে ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে অগ্রসর হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় হোটেল আল মদিনার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় একটি মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রমকালে থামার সংকেত দিলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ (তিন) জনকে আটক করে।

গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে ৩২টি প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে রক্ষিত সর্বমোট ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এসব বাউন্ডলি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল।

গ্রেফতারকৃত আসামীরা ও অজ্ঞাতনামা সহযোগীরা উক্ত ভারী অস্ত্রের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারকে অস্থিতিশীল করা এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সমূহকে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম লিপ্ত থাকায় আসামীদের বিরুদ্ধে রামু থানার মামলা নং-৪৭/৮৩৩, তাং-১৮/১২/২০২৫খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২) এর (ই)/৭/১০/১২ রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যং ছড়ি উপজেলার নাইক্ষ্যং ছড়ি সদর ইউপি’র কম্বুনিয়া এলাকার নুরুল আলমের পুত্র মোঃ শাহজাহান (২৫),একই উপজেলা ও ইউপি’র আশার তলী এলাকার বদিউজ্জামান এর পুত্র মোঃ ইলিয়াছ(১৯),এবং একই উপজেলা ও ইউপি’র ঘিলাতলী এলাকার এম এ সামাদ এর পুত্র আতিকুর রহমান(২৫)

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন, তিনি বলেন উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।এবং বিশৃঙ্খলা সৃষ্টি কারি দের বিরুদ্ধে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট