1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

 

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল দশটায় শহরের নাজমুল সরণী থেকে জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজগার আলির সঞ্চালনায় শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, মারুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অপরদিকে বিকেল চারটায় শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন চ্যানেল আই–এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন অ্যাড. মুনির উদ্দীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অ্যাড. দুলু, অ্যাড. আজহারুল ইসলাম, ‘স্বদেশ’-এর মাধব দত্ত, গণফোরাম নেতা আলি নুর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলি, আসকের গোলাম মোস্তফা, মফিজুল ইসলাম এবং বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনাকে কঠোর সমালোচনা করেন। বিশেষ করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা রুবি মুক্তির ওপর প্রতিবেশীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা জানান, ১ ডিসেম্বর সীমানা বিরোধকে কেন্দ্র করে নয়জন হামলাকারী মুক্তির বাড়িতে প্রবেশ করে তাকে মারাত্মকভাবে আহত করে। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়ে চারদিন মৃত্যুঝুঁকির মধ্যে চিকিৎসাধীন ছিলেন।

এসময় অভিযোগ করা হয়, ভুক্তভোগী মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করে এবং পাল্টা অভিযোগের কথাও উল্লেখ করে। ঘটনাটি সভায় তুলে ধরলে উপস্থিত সবাই গভীর দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “মানবাধিকার কোথায় যখন শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং প্রতিবেশী কর্তৃক হামলার মতো ঘটনা ঘটেই চলেছে? এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো সম্ভব নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট