
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কৃতি সন্তান ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পেয়ে আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনে বিরল অর্জন করেছেন। তিনি কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার বড় ভাই উপজেলার হাজী নাছির উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন। তিনি খুলনা জেলা স্কুলের ২০০০ ব্যাচ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।যুক্তরাষ্ট্রে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ক্যালিফোর্নিয়া মেডিক্যাল বোর্ড থেকে পূর্ণাঙ্গ Physician and Surgeon লাইসেন্স লাভ করেছেন। USMLE স্টেপ ১, ২ ও ৩ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ডা. রাশেদুল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে অবস্থিত ডেজার্ট ভ্যালি হাসপাতালে ৩ বছর মেয়াদি ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি সম্পন্ন করেন। যা পরিচালিত হয় California University of Science and Medicine (CUSM)–এর অধীনে। ২০২৬ সালের জুলাই মাস থেকে তিনি একই হাসপাতালে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি বাংলাদেশের মেডিকেল গ্রাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এটি নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এদিকে সাতক্ষীরার কৃতি সন্তান ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে কলারোয়া উপজেলাবাসী।