1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রস্তাবিত সেলিমাবাদ থানা বিজয় দিবস উদযাপন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস – ২০২৫ পালিত নওগাঁয় জাপার মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮ বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

নকল ঔষধ বিক্রি করায় টাঙ্গাইলের লাজ ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার টাংগাইল থেকে, নকল ওষুধ বিক্রি করায় টাঙ্গাইলের লাজ ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে, রবিবার ৩০ শে নভেম্বর টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে।
কালিহাতী উপজেলায় কোকডরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ছোট ভাই, সিরাজুল ইসলাম সিরাজ অসুস্থতার কারণে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি হয় সেখানে তাকে সাজেস্ট করা হয় পাঁচটি ইঞ্জেকশনের জন্য দুইটি ইনজেকশন দেওয়ার পর টাঙ্গাইলের লাজ ফার্মা থেকে আরেকটি ইনজেকশন ক্রয় করা হয় সেই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। রোগীকে ঢাকাতে দ্রুত রেফার্ড করা হয় এবং ঢাকা এভার কেয়ার হসপিটালে ভর্তি করার জন্য নেয়া হয় রোগীর অবস্থায় এতই ক্রিটিকাল ছিল যে সেখানে ভর্তি করতে না পেরে স্কয়ারের যোগাযোগ করা হয় সেখানেও সিট না থাকায় পপুলার ডায়গনস্টিক হাসপাতালে আই সি ইউ তে ভর্তি করা হয়। বর্তমানে রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রোগীর ছোট ভাই শফিকুল ইসলাম লাজফার্মার বিরুদ্ধে ভোক্তা অধিকার এ অভিযোগ করেন, সেই অভিযোগের তদন্তের নেমে সত্যতা পায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, পরে টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া এলাকায় নকল ওষুধের বিরুদ্ধেও অভিযান পরিচালনা চালিয়ে লাজ ফার্মা কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। রবিবার ৩০ শে নভেম্বর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী,পুলিশ ও ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তারা টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সূত্র জানায় রোগীর ছোট ভাই শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে লাজ ফার্মার বিরুদ্ধে নকল ঔষধ বিক্রির অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর পরই ওই দিন রাতে লাজ ফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ঔষধ জব্দ করে। পরবর্তীতে তদন্ত শেষে ঔষধ গুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমান বলেন জনসাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ঔষধের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না, অভিযোগ পাওয়ার পর পরে অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। এদিকে জরিমানা করা হলে লাজ ফার্মার পক্ষ থেকে জানানো হয় আমাদের সাপ্লাই প্রতিনিধি প্রতারণা করেছে, ভুলবশত এমন ঔষধ দোকানে এসেছে এজন্য আমরা জরিমানা দিয়েছি। স্থানীয়দের অভিযোগ বাজারে ভেজাল ও অনিয়মিত ঔষধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। এ সময় জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানায় টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট