
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ আশরাফুল আলম ও সদস্য সচিব শাহা মোসলেহ উদ্দিন বিজনের বিরুদ্ধে নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে নিয়ম বর্হিভূতভাবে গঠিত উপজেলা ও ইউনিয়ন কমিটিসমূহ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরকার,
যুগ্ম আহবায়ক আ: আজিজ বাবু, মাহামুদ হোসেন,
আলতাফ হোসেন, মারুফ খন্দকার ও সদস্য শফিকুল ইসলাম ছকু এবং আনিছুর রহমান বাবু স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব গঠনতন্ত্রবিরোধীভাবে ভুয়া ইউনিয়ন ও উপজেলা কমিটি ঘোষণা করেছেন।
২০২৩ সালের ১৫ মে অনুমোদন পাওয়া আহবায়ক কমিটি আজ পর্যন্ত কোনো পরিচিতি সভা বা নিয়মিত বৈঠক ডাকেনি। যার ফলে নেতাকর্মীরা সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।
এতে আরো উল্লেখ করা হয়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কদের না জানিয়ে গোপনে কমিটি ঘোষণা করা হয়েছে। অর্থ লেনদেনের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কোন ইউনিয়নে সম্মেলন ছাড়াই কমিটি দেয়া হয়েছে।
এমতবস্থায় গঠনতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য এসব কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।