1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

পাতানো নির্বাচন জাতি মেনে নেবে না: বাংলাদেশ কংগ্রেস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন কয়েকটি দলকে যেভাবে গুরুত্ব দিচ্ছে এবং সর্বক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে তাতে মনে হচ্ছে আরও একটি পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। স্বতঃষ্ফুর্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টির পরিবর্তে কয়েকটি দলের সমঝোতায় নির্বাচন চাপিয়ে দেয়া হবে মনে প্রতয়িমান হচ্ছে। জাতি এ ধরণের নির্বাচন মেনে নেবে না। আজ ৭ নভেম্বরর শুক্রবার বিকাল ৪টায় বাংলামটরস্থ দলের কেন্দ্রয়ি কার্যালয়ে অনুষ্ঠিত “কেমন নির্বাচন চাই” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, নির্বাচন ব্যবস্থার সংষ্কারের মাধ্যমে দেশে সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু অন্তর্বর্তীকালিন সরকার দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে। চারিদিকে চাঁদাবাজি, দখলবাজি, একের পর এক অগ্নিকান্ড, একের পর এক শিল্প-কারখানা বন্ধ হওয়া, দেশী-বিদেশী বিনিয়োগ বন্ধ হওয়া, আইন-শৃংখলা বাহিনীর চরম অবনতি-সব মিলিয়ে দেশবাসী আজ অতিষ্ঠ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন আরও বলেন, সরকারের উচিৎ দ্রুত একটি সুষ্ঠু, অংশগ্রহনমূলক ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া। কিন্তু বিদ্যমান পরিবেশ সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত বহন করেন না। অতীতে সব নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগের হাতে তুলে দিয়েছে। ডিসি-ইউএনওদের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা ও মর্যাদা বাড়িয়ে তাদেরকে রিটানিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার করতে আলোচনা সভায় দাবী করা হয়।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল আগামী নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকবে না। কেননা পোস্টারের ব্যবহার পরিবেশের জন্য হুমকী স্বরূপ এবং কাগজের মূল্য বৃদ্ধি করে। তাছাড়া শোডাউন করে নির্বাচনী প্রচারনা না করে প্রচারনায় শুধু লিফলেট ও মাইক ব্যবহার পূর্বক জনসংযোগের প্রতি গুরুত্বারোপ করা হয়েছিল। কিন্তু সংশোধিত আরপিওতে বিষয়টি আনা হয়নি যা হতাশাব্যঞ্জক। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জামানত ৫০ হাজার টাকা করাটা ঠিক হয়নি। জামানত ২০ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবী জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। একটি দল থেকে প্রার্থী তালিকা ঘোষণা করার পর সারা দেশে জ্বালাও-পোড়াও শুরু হয়ে গেছে। নির্বাচনী জনসংযোগে প্রকাশ্যে গুলি করে মানুষ মারার ঘটনা ঘটেছে। প্রার্থীও সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। কালো টাকা ও অবৈধ অস্ত্রের ব্যবহারে দেশবাসী আতঙ্কিত বলে আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় এই পরিবেশে নির্বাচন হলে দেশে অরাজক পরিস্থিতি তিরী হবে। সভায় ঐক্যমত্য কমিশনের প্রতারণা ও দুর্নীতির তদন্তে ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়ে বলা হয় জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে সরকারকে দ্রুত গ্রহনযোগ্য সমাধানে আসতে হবে। নইলে সুষ্ঠু নির্বাচন হুমকীর মুখে পড়বে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করে দ্রুত একটি গ্রহনযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালিন সরকারকে বিদায় নিতে আলোচনা সভায় দাবী জানানো হয়।

বাংলাদেশ মুসলিম লীগ’র মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট