
সাজ্জাদ আলী দৌলতপুর (কুষ্টিয়া),
দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি গ্রামের ২০৫ নং নাসির উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে। ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদা জান্নাত জানান, ৩ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে শ্রেণীকক্ষ ও অফিসকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়ি ফেরেন। পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে বিদ্যালয়ে এসে দেখা যায়—দুর্বৃত্তরা পাঁচটি তালায় বালি ও সুপার আঠা ঢেলে নষ্ট করেছে, সাবমারসিবল পাম্পের পাইপ ইটের খোয়া দিয়ে বন্ধ করেছে, জানালার গ্লাস ও বাউন্ডারির ১১টি সিমেন্টের খুঁটি ভেঙেছে এবং লাগানো গাছপালা উপড়ে ফেলেছে। এতে বিদ্যালয়ের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. নাজমুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।