আজহারুল ইসলাম সাদী
সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারের আলম মার্কেটে অগ্নিকান্ডে চারটি দোকান ভষ্মিভূত হয়েছে। রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বাদামতলা বাজারের আলম মার্কেটের মালিক আলম গাজী জানান, এ মার্কেটে তার ভাই জাকির হোসেনের হার্ডওয়্যার দোকান, একটি মোটর ম্যাকানিকের দোকানসহ চারটি দোকান রয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাকিরের হার্ডওয়্যার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে তিনি ও তার ভাইয়েরা দোকানে এসে মার্কেটের চারটি দোকান দাউ দাউ করে জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তাদের দুই ভাইয়ের তিনটি দোকানের ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।