
বিপ্লব সরকার
টাঙ্গাইলের কালিহাতী থেকে, প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারকফলক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় উৎসবমুখর অনুষ্ঠানের।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বৃত্তি কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে। তিনি বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে না যাওয়া ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে বিরত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ,(সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিট) । সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।
শতাধিক মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন এবং শেষে অতিথিরা তাদের হাতে স্মারকফলক ও সনদপত্র তুলে দেন। পুরো পরিবেশ ছিল আনন্দময় ও উৎসবমুখর।