1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরায় শহরে পৃথক ৪ স্হানে জামায়াতে ইসলামীর মানববন্ধন প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়। পাবনায় সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার আটক নয় নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে সাবেক সংসদ সদস্য ——মফিকুল হাসান তৃপ্তি, বিরামপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন মণিরামপুরে ব্র্যাকরেকের মাইগ্রেশন প্রোগ্রামের সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত কলারোয়া উপজেলা দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ঘটনা :বেরিয়ে এলো আসল রহস্য মণিরামপুরে পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক দেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা–শ্যামনগর সড়ক উন্নয়ন কাজে গতি, ১৬ অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

মোঃ আবু রায়হান

সাতক্ষীরা, ১৪ অক্টোবরঃ
সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে গতি এসেছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজের সঙ্গে সাক্ষাৎ করে চলমান কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাগরিক কমিটির অন্যতম সদস্য ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত। সাত সদস্যের ওই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কবি কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো-এর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি ও লেখক-গবেষক শেখ সিদ্দিকুর রহমান এবং গণফোরামের জেলা সভাপতি আলি নুর খান বাবুল।

আলোচনাকালে নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, ইতোমধ্যে সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে এবং ছয়টি কালভার্ট নির্মাণের কাজও চলছে। তিনি আরও বলেন, জেলার সর্বত্র মাইকিং করে ১৫ অক্টোবরের মধ্যে স্ব উদ্যোগে রাস্তার পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হবে। এ বিষয়ে একজন উচ্চক্ষমতাসম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে, যিনি অতি শীঘ্রই ঢাকাস্থ দপ্তর থেকে সাতক্ষীরায় এসে দায়িত্ব নেবেন।

প্রতিনিধি দল নাগরিক কমিটির পক্ষ থেকে রাস্তা নির্মাণ কাজে সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ জানায় এবং উচ্ছেদ অভিযানে তৃণমূল পর্যায়ের বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করার অনুরোধ জানায়। পাশাপাশি তারা নকিপুর মহাশ্মশানকে উচ্ছেদের আওতার বাইরে রাখার অনুরোধ এবং বিনেরপোতা থেকে ব্রক্ষ্মরাজপুর পর্যন্ত বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করতে বাজেট বরাদ্দের সুপারিশ করেন।

এছাড়া ব্রক্ষ্মরাজপুর থেকে এল্লাচর পর্যন্ত সংযোগ সড়কটি পিচঢালা করার দাবি জানান নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
চলমান রাস্তার কাজের অগ্রগতি ও অসহায় মানুষের পুনর্বাসনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট