1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরায় শহরে পৃথক ৪ স্হানে জামায়াতে ইসলামীর মানববন্ধন প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়। পাবনায় সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার আটক নয় নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে সাবেক সংসদ সদস্য ——মফিকুল হাসান তৃপ্তি, বিরামপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন মণিরামপুরে ব্র্যাকরেকের মাইগ্রেশন প্রোগ্রামের সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত কলারোয়া উপজেলা দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ঘটনা :বেরিয়ে এলো আসল রহস্য মণিরামপুরে পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক দেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালা

মণিররামপুরে পরকীয়ার কারণে ভেঙ্গে গেলো গৃহবধুর সংসার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ফেসবুকে পরিচয় হয়ে প্রেমের একমাস পর অনৈতিক কর্মকান্ডের সময় স্বামীর হাতে আটক হয়েছে গৃহবধু ও তার কথিত প্রেমিক রাকেশ হৃদয়। আটকের পর স্ত্রী ও তার প্রেমিককে বেঁধে মারপিটও করা হয়। পরে স্থানীয় সালিশি সভায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষনা দিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন। আর এ ঘটনা ঘটেছে রোববার বিকেলে উপজেলার হরিদাসকাটি গ্রামে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার হাজিরহাট বাজারের দূর্গাপুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও জুয়েলারী (স্বর্নের দোকান) দোকান মালিকের সাথে ১৬ বছর আগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা খর্নিয়া গ্রামের এক কর্মকারের মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে  জুয়েলারী মালিকের সেই স্ত্রীর সাথে মাত্র দেড় মাস আগে ফেসবুকে পরিচয় হয় অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের দুই সন্তানের জনক রাকেশ হৃদয় নামে এক যুবকের। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক তৈরী হয়।
এবার দূর্গোৎসব ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর শেষ হবার কথা থাকলেও হাজিরহাটে হয়েছে এর ব্যতিক্রম। ২ অক্টোবর প্রতীমা বিষর্জন না দিয়ে উৎসব চলতে থাকে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মন্ডপে যাত্রাপালাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন মন্ডপ কমিটি। ফলে হরিদাসকাটি এলাকার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক ওই দূর্গোৎসবে যোগ দেন। অভিযোগ উঠেছে এ সুযোগে কমিটির সাধারন সম্পাদকের স্ত্রী গত শনিবার সন্ধ্যার পর তার প্রেমিক রাকেশকে খবর দিয়ে বাড়িতে আনেন। কিন্তু এ খবর পেয়ে যান ওই গৃহবধুর স্বামী। ফলে রাত ১২ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীর সাথে তার প্রেমিক রাকেশকে আপত্তিকর অবস্থায় দেখে স্বামী দরজায় তালা মেরে দেন।
পরদিন রোববার সকালে স্থানীয় গন্যমান্যদের নিয়ে স্বামী তালা খুলে কথিত প্রেমিক রাকেশসহ তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেঁধে মারপিট করেন। এ সময় বাড়িতে এলাকার উৎস্যুক মানুষের ভীড় হয়। এক পর্যায়ে হাজিরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায়, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সাধারন সনম্পাদক নবিরুজ্জমান আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিশীসভার আয়োজন করা হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায় বলেন, সভায় গৃহবধু তার স্বামীর সাথে সংসার না করার কথা জানিয়ে প্রেমিক রাকেশেকে বিয়ে করতে চান। এ সময় স্বামী বলেন,আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি কলঙ্কিনী এ স্ত্রীর সাথে আর সংসার করতে চাই না।ফলে রাকেশ এবং ওই গৃহবধুর অভিভাবকদের (পিতা এবং ভাই) খবর দেওয়া হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ বলেন, বিকেলের দিকে গৃহবধু এবং তার স্বামী ও প্রেমিক রাকেশের কাছ থেকে একটি সম্মতিপত্রে (ষ্ট্যাম্প) স্বাক্ষর নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট