মো রাজিব খান পাবনা প্রতিনিধি
……………………………………
পাবনার সুজানগর উপজেলাধীন সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া বাদাই (ফুলতলা) বাদাই নদীর উপরে নির্মাণাধীন সেতুর কাজ ১৮ মাসে সমপন্ন হওয়ার কথা থাকলেও সাড়ে ৪ বছরেও শেষ হয়নি ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাগরকান্দি ইউনিয়ন ও রানীনগর ইউনিয়নের ১১ টা গ্রামের কয়েক হাজার মানুষকে।
২০২১ সালে ইউএইচবিপি প্রকল্পের আওতায় এ ব্রীজের কার্যাদেশ দেয়া হয়-
ঠিকাদারি প্রতিষ্ঠান (স্বতাধিকারী-নুরুজ্জামান)
LCL@NM.TVT.LTD@NM(JV) কে৷ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন ১০০ মিটার সেতু ওসেতু সংলগ্ন রাস্তা আঠারো মাসে সমাপ্ত করার কথা থাকলেও অনিয়ম আর নানা অজুহাতে ৫ বছর পেরিয়ে যাচ্ছে এখনো প্রায় ৪০ ভাগ কাজ অসম্পন্ন।
নির্ধারিত সময়ের মধ্যে সেতু নির্মাণ না হওয়ায় হতাশ স্থানীয়রা। জানা যায়, সেতু নির্মাণ স্থলে প্রায় দুই বছর আগে ৪টি পিলার নির্মাণ করা হয়। গত ৯ মাসে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ হয়নি ছাঁদ ঢালাইয়ের জন্য রড বাইন্ডিং হলেও ম্যাটারিয়ালের অভাবে সেগুলো ঝং ধরে পড়ে আছে।
সেতু নির্মাণ কাজ যেভাবে ধীরগতিতে চলছে তাতে আরও দু’তিন বছর লাগবে শেষ হতে এলাকাবাসীর দাবী। তারা আরও জানান ব্রীজের ছাঁদ ঢালাইয়ের জন্য সিলেকশন/ডোমারের বালু এবং উন্নত মানের সিমেন্ট দেয়ার কথা থাকলেও চিকন ও নিম্ন মানের বালু এবং সিমেন্ট নিয়ে এসে ফালায়ে রাখছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নুরুজ্জামান ও সাব ঠিকাদার কালু মল্লিক মাঝে মধ্যে সেতু দেখতে আসে। মাঝে মধ্যে ৪/৫ জন শ্রমিক কাজ করতে আসে তাদের পারিশ্রমিক ঠিকমতো না পরিশোধ করায় শ্রমিকগুলো চলে যায়।
এমনকি সেতু নির্মাণের বিভিন্ন ম্যাটারিয়াল দেখভালের জন্য রাত্রিকালীন প্রহরী স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাককে নিযুক্ত করা হলেও সাড়ে ৪ বছরে তার পারিশ্রমিকের আড়াই লাখ টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করছে সাব ঠিকাদার কালু মল্লিক। এ নিয়ে এলাকার মান্যগণ্যদের নিয়ে বসা হলেও তাদের কথার পাত্তা দিচ্ছেন না ব্রীজ নির্মাণ কতৃপক্ষ এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে।
এ ব্যাপারে সাগরকান্দি ইউনিয়নের বাসিন্দা, গণঅধিকার পরিষদ সুজানগর উপজেলা সভাপতি এম এ আশরাফ জানান, ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি এবং রাত্রিকালীন প্রহরী আব্দুর রাজ্জাকের টাকার ব্যাপারে উপজেলা ইন্জিনিয়ার জনাব আসাদুন্নবী ও ঠিকাদার নুরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করলেও তারা রাস্তাঘাট নষ্ট ও রড সিমেন্টের দাম বেশির অজুহাত দিয়েছেন এ ব্যাপারে আমরা ইউএনও এবং ডিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
আমাদের দাবী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করে হাজার হাজার মানুষের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে হবে।