সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলোর শিবগঞ্জ উপজেলার আমতলীর শিমুলের নামে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করেছে আমিরুল নামে সৌদি প্রবাসী,এমনটা জানায় কারাবন্দী শিমুলের পরিবার।কারাবন্দী শিমুলের পরিবার জানায় প্রবাসী আমিরুল কারাবন্দী শিমুলের আপনার মামা শশুর।শিমুলের শশুরের বাড়ি তৈরির সমস্ত দায়িত্ব ছিলো প্রবাসী আমিরুল এর উপর।সে তাদের সামর্থ্য অনুযায়ী দেখানো বাড়ির বদলে অতিরিক্ত মোটা অঙ্কের খরচ করে বাড়ি বানায়।শিমুলের শাশুড়ি হালিমা বেগম তার ভাইকে জানায় এত টাকা ব্যায় করার মতো সামর্থ্য তার নেই জবাবে সৌদি প্রবাসি আমিরুল জানায় ধীরে ধীরে পরিশোধ করতে।বাড়ি বানানোর পর টাকা দিতে দেড়ি হওয়ায়,প্রবাসি আমিরুল তাদের বাড়ি দখল করে তালা লাগিয়ে যায়।শিমুলের শাশুড়ি হালিমা বেগম জানায় বাড়ি দখল করতে না পারায় তার পরিবার এবং তার মেয়ের পরিবারে বিভিন্ন ভাবে অশান্তির সৃষ্টি করে।এবং একটি চাঁদাবাজ দলকে টাকা খাইয়ে বিভিন্ন ভাবে তার মেয়ে মাহফুজাও তার মেয়ে জামাই (কারাবন্দী) শিমুলকে অপহরনের চেষ্টা করে এবং বিভিন্ন মামলার আসামী বানায়।পুলিশ তদন্তের পর শিমুল ছাড়া পেলে আবারো নতুন কোনো মামলার আসামী হিসেবে তাকে নিযুক্ত করা হয়।বিগত তিনমাস আগে রাস্তায় জনসমুক্ষে শিমুলের শাশুড়ি হালিমা বেগম ও তার অর্ধাঙ্গিনী মাহফুজা বিবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, গায়ে হাত উঠায় খারাপ অঙ্গভঙ্গি দেখায় যা সিসিটিভি ফুটেজ এ ধরা পরে,আরো ধরা পরে যে মেয়েকে টাকা দিয়ে শিমুলকে ফাঁসাতে বলা হয় এর তিনমাস পর আবারো আমিরুল ০৮-০৯-২০২৫ এ মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী বানায়।এতেই সে ক্ষুব্ধ নয়,সরেজমিনে গিয়ে দেখতে পাই ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।এবং দেশ ছেড়ে প্রবাসে পালায়।