মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়া সোনাতলা উপজেলায় দিগদাইড় ইউনিয়নে শিহিপুর গ্রামে গত সোমবার সকাল অনুমানিক ১১ টায় শিহিপুর গ্রামের মোঃ তারেক রহমানের বসতবাড়িতে ঘাস মারা বিষাক্ত তরল (স্পিডক্যান বোতলে সংরক্ষিত) ভূলক্রমে সেবন করে স্বামী পরিত্যক্তা মোছা: ফুলঝুরি বেগম (৬৫), পিতা মৃত নজির উদ্দিন আকন্দ, সাং দিগদাইড়। ফুলঝুরি বেগম উক্ত বাড়িতে কাজ করতেন।
পদার্থ সেবনের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজন দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টায় মৃত্যুবরণ করেন।বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে আছে।
নিহত ফুলঝুরি বেগম ভুলবশত কি বিষাক্ত পদার্থ সেবনের কারণে মৃত্যু হলো! না তাকে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে?