তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা শহর ছাত্রশিবির সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীদের হাতে অর্থসহ পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছে।
রবিবার (তারিখ) সকালে শহরের একটি স্থানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ এবং কোরআন শরীফ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। এজন্য ছাত্রশিবির তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ এ সামান্য উপহার প্রদান করেছে।
উপহারপ্রাপ্ত সাংবাদিকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এমন সম্মাননা সাংবাদিক সমাজকে আরও অনুপ্রাণিত করবে।