সাতক্ষীরা অফিস :
সাতক্ষীরায় বহু প্রত্যাশিত রেললাইন স্থাপনের কাজ একধাপ এগিয়ে গেছে। এ প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী গতকাল ২ হাজার ৬৫০ কোটি টাকার ডিপিপি দাখিল করেছেন।
প্রথম ধাপে নাভারন-সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। এ পর্যায়ে মোট পাঁচটি স্টেশন থাকছে—নাভারন, কলারোয়া, মাধবকাঠি, সাতক্ষীরা ও ভোমরা স্থলবন্দর।
স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।