সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মুকিত হাসান খাঁন তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৫/০৯/২০২৫ খ্রি. তারিখে এসআই (নিঃ) মোঃ ফারুক আলী মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা থানাধীন কাসেমপুর সর্দারপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করেন।
হত্যা মামলার আসামী ১। মোঃ মাহফ্জুুর রহমান শাওন (১৯), পিতা- মোঃ আবু সাঈদ, ২। মোছাঃ নাজমা আক্তার (৩৫), স্বামী- মোঃ আবু সাঈদ, (উভয় সাং- কাসেমপুর সরদারপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরা) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে ।