মোঃ রুবেল মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাধবপুর উপজেলা মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ, ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুবদলের আহ্বায়ক জনি, ছাত্রদলের আহ্বায়ক মারুফসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে যতই ষড়যন্ত্র হোক নির্বাচন ইনশাআল্লাহ সঠিক সময়েই হবে। আমি মাঠের নেতা, প্রতিটি গ্রামে পায়ে হেঁটে রাজনীতি করেছি। আমার শক্তি হলো জনগণ।”
অন্য বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা মেধা বিকাশ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীদের সরব অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।