🖊️কলমে: মোঃ নাজির হোসেন (সাতক্ষীরা)
হে মাইকেল মধুসূদন -বাংলার জাগরণ ;
ভুলিনি আমরা – ভুলবোনা তোমায় আমরন।
তোমার বিদায় দেখিনি – তখনকার জগত কাদেনি;
তাই তো আজি হৈচৈ – চারিদিকে রৈ রৈ নতুন সুদিনি।
এতো বড় মঞ্চ – কত আয়োজন লক্ষাধিক মানব সমাগম ;
ভালোবাসায় নেয় বিড়ম্বনা – কে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খৃষ্টান।
হাড় ভাঙা কাঁপুনি – মাঘের শীতে এই গভীর রাতে ;
দিশেহারা আজি তোমায় খুঁজি – কপতক্ষের তীরে।
নবম-দশম,একাদশ -দ্বাদশ, বইয়ের পাতায় ;
তোমারি লেখাগুলি পড়ি যখন -চলে এসো চোখের পাতায়।
কে? কে বলেছে তুমি নাই? আমরা এই মঞ্চে তোমায় খুঁজে পাই;
আসিয়াছি প্রতি মাঘে – যুগান্তরের মধু মেলায়।