তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বর্ষা এলেই বাড়ির আঙিনা, ছাদ, দোকান কিংবা বসতবাড়িতে রাখা ফুলের টবে পানি জমে থাকে। এসব টব নিয়মিত পরিচর্যা না করলে সেখানে সহজেই জন্ম নেয় এডিস মশা। অতি দ্রুত বংশবৃদ্ধি করে এ মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো ভয়াবহ রোগ ছড়ায়। ফলে একটি ছোট্ট অসচেতনতা পরিবার ও সমাজের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
এমন বিপদের আশঙ্কা থেকে মানুষকে সচেতন করতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ শাখার উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘শুভ কাজে সবার পাশে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কলারোয়া উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন রাজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক মো: মহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও কাজী শামসুর রহমান। এছাড়া দপ্তর সম্পাদক তাফহিমুল ইসলাম, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক খান নাজমুস শাহাদাত, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সদস্য আরিফুল ইসলাম, ওমর ফারুক, নুর হোসেন, বিল্লাল হোসেন ও আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হলো সচেতনতা। তাই সবাইকে নিয়মিত বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পানির পাত্র পরিষ্কার রাখা এবং প্রতিবেশীকেও সচেতন করার আহ্বান জানান তারা।
সভায় অংশগ্রহণকারীরা একযোগে প্রতিজ্ঞা করেন নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, যাতে ডেঙ্গু বা অন্য কোনো মশাবাহিত রোগে কেউ আক্রান্ত না হয়।