হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুর বিএনপির উদ্যোগে ৫নং মঙ্গলকোট ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদকে বিজয়ী করতে অগ্রণী ভুমিকা পালন করার জন্য কেশবপুর উপজেলা যুবদল নেতা ইউনুছ আলীর মঙ্গলকোট গ্রামের বাড়ির উঠানে এক উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠাকে উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী-মেহেদী হাসান হিমেলের সঞালনায়, উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহানা আজাদ।এছাড়া আরও উপস্তিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও যশোর জেলা মহিলা দলের যুগ্নসম্পাদিকা নাজমা সুলতানা,মহিলা দলের নেত্রী রুবি খাতুন,রেখছনা খাতুন সহ, উপজেলা বিএনপির যুগ্ন- সম্পাদক আলমগীর সিদ্দিকি,দপ্তর সম্পাদক ফারুখ খান,সৎস্য বিষয়ক সম্পাদক কামরুজ্জান লিটন,এছাড়াও আরও উপস্তিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি,মোঃ মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক ইউসুফ ঢালী,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠাকে প্রায় পাঁচ শতাধিক মহিলা উপস্তিত ছিলেন,অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় নারীদের ব্যাপক উপস্তিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠাকে প্রধান অতিথি রেহান আজাদ উপস্তিত সবার উদ্যোর্শে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন।কারণ দেশে সুশাসন ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
রেহানা আজাদ উপস্তিত মহিলাদের উদ্যোশে বলেন,আমার কাছে যেতে বা আগামী নির্বাচনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদের কাছে যেতে কোন প্রোটোকল লাগবে না,যে কোন দরকারে আপনারা যাবেন, কোন মাধ্যম লাগবে না আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে।আপনাদের নেতা আবুল হোসেন আজাদ সব সময় আপনাদের জন্য কাজ করে যাবেন।তিনি আরও বলেন,এই দেশে নারী পুরুষের প্রায় সমান,তাই আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছেন,তার মধ্যো ২৪ নং দফা নারী সুরক্ষাসহ কর্মসংস্থানের কথা বলেছেন।তাই আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।