1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা বিরামপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁয় শহীদ শ্রাবণের প্রতি শ্রদ্ধা কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণ- অভ্যুথনের বিজয় র‍্যালী উদযাপিত সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী মোরেলগঞ্জে জামাতের গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে অনুষ্ঠিত হলো BILS-এর ৩য় বার্ষিক Rockland Retreat and Book Fair দুই দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতির মহামিলন সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

রত্না সিন্ডিকেট, মায়ের পর ছেলে-মেয়ের মাদক সাম্রাজ্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় ‘রত্না সিন্ডিকেট’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ মাদকচক্রের তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি এ চক্রের প্রধান মোছা. রত্নাকে মাদকসহ গ্রেপ্তার করা হলেও থেমে নেই তাদের কার্যক্রম। মায়ের অনুপস্থিতিতে এখন পুরো মাদক ব্যবসা চালাচ্ছেন তার ছেলে ও মেয়ে।

সূত্র জানায়, মোছা. রত্না (স্বামী মো. মন্তেজার রহমান মন্তা), ঠিকানা শাহানগর, চুপিনগর ইউনিয়ন, শাজাহানপুর—দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক গডমাদার’ হিসেবে পরিচিত। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে দুরুলিয়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। একই অভিযানে তার মেয়ে মোছা. নিপাও গ্রেপ্তার হন। তবে স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিপাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে রত্নার ছেলে মো. মেহেদী হাসান সুমন (ঠিকানা: শাহানগর) এখন প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি কিশোর-কিশোরী ও গৃহবধূদের ব্যবহার করে একটি সক্রিয় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর ফলে এলাকায় নেমে এসেছে সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা। তিনি নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রত্না এখন জেলে, কিন্তু ছেলে-মেয়ে মিলে আগের মতোই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, রত্না ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে চুপিনগর বাজারসংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন, জলেশ্বরীতলায় দুটি চারতলা ভবন, উপশহরে তিনটি বাড়ি এবং প্রায় ২০০ বিঘা জমির মালিকানা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ আরও বিপদে পড়বে। তাদের ভাষায়, “রত্না জেলে থাকলেও তার ছেলে-মেয়ে মিলে আবার সক্রিয় হয়ে উঠেছে। এখনই না থামালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট