ইমামুল হোসেন মালয়েশিয়া প্রতিনিধি:
তেলুক ইনটান, ২৯ জুলাই:
পেরাক রাজ্যের হিলির পেরাক জেলায় এক বিশেষ অভিযানে পাম ফল চুরির অভিযোগে ৮১ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাত ১টা থেকে শুরু হওয়া ‘অপ হেলাং হিলির ফেজা ২’ নামক অভিযানে এই সকল বিদেশিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করে হিলির পেরাক জেলা পুলিশ সদর দপ্তরের (IPD Hilir Perak) ৩৩ জন সদস্য নিয়ে গঠিত একটি বিশেষ দল।
হিলির পেরাক জেলা পুলিশ প্রধান, অ্যাসিস্টেন্ট কমিশনার ড. বকরি জাইনাল আবেদিন এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে লাংকাপ, লাবু কুবং, চুই চাক এবং তেলুক ইনটানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিদেশিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।
তিনি বলেন, “আমরা মোট ১৯টি স্থানে অভিযান চালিয়েছি, যার মধ্যে ছিল পাম বাগান ও শ্রমিকদের থাকার ঘর (রুমাহ কংসি)।”
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৮১ জনের মধ্যে ৫৬ জনের কাছে কোনো বৈধ পরিচয়পত্র নেই, এবং বাকি ২৫ জনের পাসপোর্ট বা ভ্রমণ পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
বর্তমানে ঘটনাটির তদন্ত মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৯ ধারায় (চুরি সংক্রান্ত আইন) চলছে।
এই ধরনের অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।