তাবাসসুম তম্নয়া:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোমবার বিকালে শহরে এক প্রতিবাদ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক দলের উদ্যোগে এদিন বিকাল পাঁচটায় এক বিশাল রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ হয়। পরে নেতৃবৃন্দ এক সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের কটুক্তির তীব্র সমালোচনা করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক দল নেতা শাহিন খান, সাইফুল ইসলাম, আবু হানিফ হানু, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ মোজাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।