কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্বামী কে গাজা সেবন ও বিক্রয়ে বাধা দেওয়ায় স্ত্রীকে আহত করলেন স্বামী ও তার বড় ভাই সোহাগ। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের খান পাড়ায়। ১৮-০৭-২৫ ইং তাুরিখ ( শুক্রবার ) রাত আনুমানিক ৮-৩০ মিনিট সময় এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। আহত মোছাঃ লাবণী খাতুন (৩০) স্বামী মোঃ সবুজ হোসেন খান কে গাজা সেবন ও বিক্রয় করতে বাধা দিলে সবুজ হোসেন খান ও তার বড় ভাই সোহাগ মিলে লাবণীকে বেপরোয়া আঘাত করলে লাবণী খাতুন আহত হয় । এ সময় লাবণীর চিৎকারে বাড়ীর পাশের লোক ও তার ছেলে উদ্ধার করে তাৎক্ষনিক কলারোয়া হাসপাতালে নিয়ে আসে। লাবণী খাতুর গুরুত্বও আহত অবস্থায় বর্তমানে কলারোয়া হাসপাতালে ভর্তি আছেন। া আলাইপুর গ্রামের আবুল কাশেম খান এর পুত্র সবুজ ও সোহাগ । এ বিষয় আহত লাবণী খাতুন বলেন আমার স্বামী সবুজ দীর্ঘদিন যাবৎ গাজা খায় ও ব্যবসা করে আমি ও আমার দু- পুত্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিষেধ করার পরে ও আমাদের কথা শোনে না। গতকাল গাজা বিক্রয় করতে গেলে আমরা বাধা দিলে এক পর্যায়ে আমার উপর আক্রমন করে এবং আমার বড় ভাসুর আমার উপর ক্ষেপে যায় ও আমার লাঠি দিয়ে বেপরোয়া আঘাত কর্ ে। এ বিষয় আহত লাবণীর বড় ছেলে আযমীর বলেন আমার বাবা এক জন গাজা খায় ও বিক্রয় করে আমার মা নিষেধ করলে তার উপর রেগে যায় কিন্তু গতকাল দুই জন লোক গাজা নিতে আসলে বাবাকে নিষেধ করলে বাড়ীতে বকাবকি শুরু হয় এবং আমার বড় চাচা সোহাগ এসে আমার মাকে লাঠি দিয়ে আঘাত করে আমার মা গুরুতর আহত হয় তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করি । এ বিষয় সবুজকে মোবাইলে না পাওয়া গেলেও তার বড় ভাই সোগাগ বিষয়টি অস্বীকার করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম বলেন কলারোয়ায় জিরো টলারেন্স কোন নেশা খোরের জায়গা হবে না , বিষয়টি আমি অবগত আছি আহতের বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।