গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল ইসলাম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, এরআগে ১৬ জুলাই বুধবার বিকেলে ওই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। এর কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে যে তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান। বৃহস্পতিবার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, অজ্ঞাত এক যুবকের মরদেহ গাইবান্ধা মর্গে রয়েছে। এ যুবক কে চিনতে পারলে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় যোগযোগ করুন।