ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদ রকিবুল হাসানের স্মরণে মোরাল স্থাপনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয় ১৬ জুলাই ২০২৫। উক্ত মোরাল স্থাপনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) জনাব ইফতেখারুজ্জামান। উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার। চাঁদখালী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়ন জামাতের আমির মোঃ রবিউল ইসলাম, ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।দুই মহিলা মেম্বার ফাতেমাতুস জোহরা ( রুপা) ও এস্নেয়ারা বেগম।
উপস্থিত ছিলেন শহীদ রকিবুল হাসানের পিতা মোঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা ইউনুস, মনিরুল ইসলাম ও আরও অনেকে।
জামাত নেতা রবিউল ইসলাম পবিত্র কুরআন থেকে তেলওয়াত করে বিশেষ মোনাজাত করা হয় শহীদ রকিবুল হাসানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করে অত্র উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।