কলারোয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ৭ দফা আদায়ে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এই মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি কলারোয়া জামাযাত ইসলামী অফিস সামনে থেকে শুরু করে কলারোয়া পৌর সদরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়।
প্রচার মিছিলটি শেষে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওঃমোঃ ওসমান গনি,কলারোয়া বাংলাশদশ জামায়াতে ইসলামী শাখার আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা সেক্রেটারি মাওঃ মোঃ শহিদুল ইসলাম, নায়েবে আমীর মোঃ আঃ হামিদ, পৌর আমীর ড, ইউসুস আলী ( বাবু),সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওঃ আহম্মাদ আলীসহ বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা জামায়াতে ইসলামী সকল ইউনিয়ন থেকে কর্মিগণ মিছিলে অংশ গ্রহন করেন।