1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিরোশিমা দিবসে – এস ইউ সি আই এর উদ্যোগে, ডোলান্ড ট্রাম্পের কুশপুতুল দাহ কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান আর নেই মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ১ পিকআপ জব্দ, মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার,পলাতক ৫ জয়পুরহাটে পোড়া লাশের পরিচয় মিলেছে, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা কেশবপুর থানার এস আইকে প্রকাশ্যে জামায়াত নেতার হুমকিআটকের এক ঘন্টার মধ্যে জামিন লাভ   পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে হামলা, মুরগি লুট ও ভাঙচুরের অভিযোগ পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান কলারোয়ার সোনাবাড়ীয়ায় মানব কল্যাণ সংগঠন “এসএইচএস স্টুডেন্ট’স ক্লাবের আত্মপ্রকাশ

চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

সমরেশ রায় ও শম্পা দাস, কোলকাতা সংবাদদাতা 

আজ ১৪ ই জুলাই সোমবার, ঠিক দুপুর বারোটায় , নবান্ন অভিযানের জন্য, হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডে জমায়েত হতে থাকেন দুপুর ১২ টা থেকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা । তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা করা ও আলোচনা করা। এবং তাদের পুনর্বহাল করার ও তালিকা প্রকাশ করা।

তাই চাকরি হারা শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা, যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের- এস এল এস টি ২০১৬ সদস্যরা জমায়েত হয়ে নবান্ন অভিযান করেন।

মিছিলে ছিলেন যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ মন্ডল, অনিরুদ্ধ ভট্টাচার্য,

চাকরি হারাদের নেতৃত্ব ছিলেন, চিন্ময় মন্ডল, মেহেবুব মন্ডল, সুমন বিশ্বাস, মৃন্ময় মন্ডল, সঙ্গীতা সাহা ,হুমায়ুন ফিরোজ, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা।

অভিযানে রুট তাঁরা স্থির করেন, বঙ্কিম সেতু , হাওড়া ময়দান, জিটি রোড, শিবপুর ,কাজীপাড়া, ফোরশোর রোড, মন্দিরতলা,, নবান্ন বাস টার্মিনাস হয়ে নবান্ন।

চাকরি-হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা শান্তিপূর্ণ নবান্ন অভিযান করব।, এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা না করা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করব। আর যদি আমাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের উপর পুলিশ হামলা করে, আমরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করবো, শুধু তাই নয় আমাদের এই মিছিল দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, হেস্টিংস মোড়, ধর্মতলা বাস টার্মিনাস, মেট্রো স্টেশন টোল প্লাজা থেকেও পরিস্থিতি বুঝে মিছিল এগোবে। আমাদের একটাই দাবি পুনর্বহাল।

মিছিল শুরু হওয়ার সাথে সাথে, এবং মিছিল বঙ্কিম সেতু থেকে নামতেই, পুলিশ বাধা দেয় ও ব্যারিকেট করে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, তারা ব্যারিকেট ভেঙে জিটি রোড ধরে সোজা মল্লিক ফটকের কাছে পৌঁছালে সেখানে আরেকটি মেইন ব্যারিকেড দেওয়া হয়। সেখানেও চলে ব্যারিকেট ভাঙার কাজ ও পুলিশের সাথে ধস্তাধস্তি, হারাদের একটাই দাবি আজ না দেখা করা পর্যন্ত আমরা বিক্ষোপ চালিয়ে যাব।

আরো বলেন আজকে আমাদের দেখা করার কথা বলেছেন, অবশেষে পুলিশের ধস্তাধস্তি পর, , 18 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এর সাথে দেখা করতে যান, ছিল উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন যতক্ষণ না মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফিরে আসছেন এবং আমাদের তালিকা প্রকাশ না হচ্ছে আমরা এখানে অবস্থান করবো। কিছুক্ষণ বাদে প্রতিনিধি দল ফিরে আশায়, এবং কোনরুপ আসার সংকেত না পাওয়ায় সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা গর্জে উঠলেন, এবং বলেন আজ রাত্রি বারোটার মধ্যে যদি আমাদের তালিকা প্রকাশ না হয়, আমরা আরতিব্য আন্দোলনে নামবো। এবং আমরা অবস্থান ও পথ অবরোধ করবো।

আজ যোগ্য শিক্ষক শিক্ষিকারা গলায় ফাঁসির দড়ি লাগিয়ে, মুখ্যমন্ত্রীকে একটি বার্তা দিতে চাইলেন, আমরা তো শেষ হয়ে গেছি, বাকিটা আন্দোলনের মধ্য দিয়ে লড়ে নিজেদের অধিকার আদায় করে নেব। এবং আজ আমরা পথে নেমেছি, কালকে আপনাকে নামাবো। দুর্নীতিবাজ সরকার আমাদের আর দরকার নাই,

তাই অবিলম্বে ২২ লক্ষ এম আর সি প্রকাশ করে ,যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট রিভিউ পিটিশনে দিতে হবে। এবং আমাদের পুনর্বহাল করতে হবে। আমরা কোনভাবে পুনরায় পরীক্ষা দিতে চাইনা এবং যোগ্য প্রমাণ দিতে।

যোগ্য শিক্ষক শিক্ষিকারা আরো বলেন, যে সরকার অযোগ্যদের ও চোর এদের বাঁচাতে, পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানো হয়, যোগ্য শিক্ষকরা বিচার পায় না অথচ অযোগ্য শিক্ষকদের ও চোরেদের বাঁচানোর জন্য বিভিন্ন প্ল্যান করে থাকেন, সেই সরকারকে আমরা চাই না, তাই আজ হাজারো পুলিশ দিয়েও আমাদের আটকাতে পারবেনা, জল কামান ও লাঠিচার্জ করে আমাদেরকে আটকানো যাবে না আমরা আজ নবান্ন অভিযান করে ছাড়বো। চালাক আমাদের উপর লাঠি ও গুলি তবুও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে ছাড়বো। অবশেষে পুলিশ হার মারলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট