1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল পুলিশ কর্তারা পুরস্কৃত!! সাতক্ষীরায় জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত যশোরের পুলিশ সদস্য মহিবুল্লাহ সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

সাতক্ষীরার দেবহাটায় সংখ্যালঘুর জমি জবরদখলের বিষয়ে সুবিচার চেয়ে মহিলার সংবাদ সম্মেলন 

রিয়াজুল ইসলাম আলম
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ রিয়াজুল ইসলাম আলম,, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার দেবহাটায় এক সংখ্যালঘু অসহায় পরিবারের জমি জবরদখল ও চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে শনিবার ৫ জুলাই দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সদরের বানিন্দা বলাই অধিকারীর স্ত্রী আরতি অধিকারী। তিনি বলেন, দেবহাটা উপজেলার দেবহাটা মৌজার বিআরএস ২৭৪ নং খতিয়ানের ১৯৯৯ দাগে ৪০ শতাংশ জমি তার স্বামী বলাই অধিকারী ও ভাসুর কানাই অধিকারীর নামে রেকর্ডভুক্ত। তারা উক্ত জমিতে দীর্ঘ ৭০ বছরের বেশি পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। গত কয়েকবছর পূর্বে তার ভাসুর উনার ভাগের ২০ শতাংশ জমি অন্যত্র বিক্রয় করে দেয়। কিন্তু তারা সেখানে অদ্যবধি পরিবার নিয়ে বাস করছেন। কিন্তু গত কয়েকবছর ধরে তাদের বাড়ির পার্শ্ববর্তী মৃত সুলতান গাজীর ছেলে রবিউল গাজী তাদের উক্ত জমিটুকু অবৈধভাবে জোরপূর্বক দখল করার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। ইতিপূর্বে রবিউল তার ছেলে বিঞ্চু অধিকারী, বৌমা সোনালী অধিকারী ও স্বামী বলাই অধিকারীর নামে একাধিক মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তারা সংখ্যালঘু পরিবার হওয়ায় রবিউলের বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পাইনি। একপর্যায়ে গত কয়েকমাস পূর্বে রবিউল তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে তারা উপায়ন্তর না পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি মহোদয়ের শরনাপন্ন হন। পরে সরকারী সার্ভেয়ার দ্বারা জমি মাপজরিপ করা হয়। মাপজরিপে রবিউল তাদের জমির মধ্যে কোন জমি পাবেনা বলে নির্ধারন হয়। তখন এসিল্যান্ড রবিউলকে রাস্তা বন্ধ না করার নির্দেশনা দেন। কিন্তু রবিউল নিজের গায়ের জোরে প্রভাব খাটিয়ে তাদেরকে অসহায় পেয়ে গত বৃহস্পতিবার ৩ জুলাই আবারো তাদের চলাচলের রাস্তা বন্ধ করে গাছ রোপন করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা সরেজমিনে পরিদর্শন করে রবিউলকে এধরনের আইন বর্হিভূত কাজ না করার পরামর্শ দেন। আরতী অধিকারী বলেন, উক্ত রবিউল ইসলাম ইতিপূর্বে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হিসেবে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে তাদের উপরে প্রভাব বিস্তার করেন। তাছাড়া রবিউল একজন ভূয়া মুক্তিযোদ্ধা। যিনি ইতিপূর্বে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে ভূয়া প্রমানিত। অথচ তিনি সরকারী ভাতা উত্তোলন, তার ছেলেকে কোটার মাধ্যমে সরকারী চাকরি প্রদান করাসহ বিভিন্ন সরকারী সুবিধা ভোগ করছেন। রবিউল এমনভাবে রাস্তাটি বন্ধ করে দিয়েছে যাতে তারা বাড়ি থেকে বের হতে এবং বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে না পারেন। আরতি অধিকারী  আরো বলেন, সরকারী সার্ভেয়ার ২বার জমি মেপে সীমানা নির্ধারন করে দেয়ার পরেও রবিউল গাজী যাতায়াতের রাস্তা বন্ধ করে তাদের কাছে জোরপূর্বক ২শতক জমি দাবী করছে। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট