স্টাফ রিপোর্টার (বগুড়া)
আলোচিত সোশ্যাল মিডিয়া তারকা ও স্বতন্ত্র নির্বাচনপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহ) তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তা বুঝতে পেরে দ্রুত তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
তাৎক্ষণিকভাবে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হিরো আলমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বিস্তারিত তথ্য মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হবে।
উল্লেখ্য, হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড ও বক্তব্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।##