মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
স্টাফ রিপোর্টার মোড়লগঞ্জ উপজেলা (বাগেরহাট)।
আজ ২৭-৬ -২০২৫ শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে বাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদী থেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে থানা থেকে পুলিশ এসে ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাটের মর্গে পাঠায়। মরদহ দেখে তার স্বজনরা পরিচয় নিশ্চিত করেছেন উক্ত ব্যক্তির নাম মোঃ জাকির খান ( ৪২) তার বাড়ি পিরোজপুর জেলার কলরোন। তিনি মোড়েলগঞ্জের কেজি স্কুল সংলগ্ন মোঃ শাহ আলম মোল্লার বাড়িতে সপরিবারে বসবাস করতেন। তার তার স্ত্রীর নাম মোসাম্মৎ নাসিমা বেগম ( ৩৫) । তার বাবার বাড়ি মোড়লগঞ্জের গাবতলা গ্রামে। মরদের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য জানা জাবে বলে থানা প্রশাসনজানান। তার পরিবার তার স্ত্রীর কান্নায় এক আবেগ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্যভুক্ত ব্যক্তিগত তিন দিন যাবত নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে থানায় ডায়েরি করা আছে বলে তার স্ত্রী জানান।