কলারোয়া প্রতিনিধি: সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি ,মাদক কে না বলুন এই শ্লোগানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্দ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার সময় কলারোয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা মেইন গেটে মোঃ সামছুর রহমান বুলবুল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিক হয়্। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন আমাদের বুয সমাজ মাদক সেবনে ধ্বংসের দ্বার প্রান্তে এখনি তাদের রক্ষা করা না গেলে আগামী প্রজম্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি মাদকের সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। আলোচনা সভায় এ সময় আরো উপস্তিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান (মিঠু),আবু সাঈদ,জাহিদ হোসেন,এমামুল হোসেন, দেয়াড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধরণ সম্পাদক মোঃ আনারুল ইসলামসহ উপজেলা যুব বিভাগের সকর পর্যায়ের নেত্রীবৃন্দ উপািস্থত ছিলেন।
কলারোয়া আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবির’র পক্ষে আলীম পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ
কলারোয়া প্রতিনিদি: বাংলাদেশ ছাত্রশিবির কলারোয়া আলিয়া মাদ্রাসা শাখা শিবিরের পক্ষ থেকে আলীম পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত সকল পরীক্ষার্থীদের কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলারোয়া আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রশিবির’র সভাপতি মোঃ রমজান আলী(রাজু)’র নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময় আরো উপস্তিত ছিলেন ছাত্র শিবির আলিয়া মাদ্রাসার শাখার সেক্রেটারী মোঃ আবু হোসাইন ,বায়তুল মাল সম্পাদক নুরুল মুক্তাদির,প্রকাশনা সমাপাদক আবু রায়হান,সাহিত্র সম্পাদক স্মেহতাসিন,নাজমুল ,শাহাদাত,আসাদুল্লাহ, অহিদুজ্জামান,জুবায়ের হোসেন,মোস্তাকিম বিল্লাহ,তামিম হাসান আবু হাসানসহ আরো অনেকে। এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ(ভঅরপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলী এ সকল উদ্দ্যোগ কে সাধুবাদ জানান।