প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলুন :এনামুল হক
মানুষ আদালতে আসে তার আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর নামেই মামলা করতে। সামাজিক সম্পর্ক ভালো থাকলে কখনোই আদালত আইন-কানুনের দরকার হয় না। আইন দিয়ে দেশ শাসন করা গেলেও সামাজিক সম্পর্ক তৈরি করা সম্ভব হয় না। সামাজিক সম্পর্ক ভালো না থাকলে সমাজ কখনো শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে না। সামাজিক রাজনৈতিক এবং আর্থিক সম্পর্ক বজায় রাখা আমাদের ধর্মীয় দায়িত্ব।
নিজের বাড়ি থেকে যারা দূরে শহরে,মেসে কিম্বা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে –আপনার কাছের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন। প্রথম পরিচয় হওয়ার আগেই ছোটখাটো জিনিসপত্র আপনার প্রয়োজন না হলেও চাইতে যাবেন প্রতিবেশীর কাছে, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। কারণ আপনার নিজের মনে হতে পারে আমার প্রতিবেশীর দরকার হয় না, আমি নিজেই স্বয়ংসম্পন্ন, কিন্তু প্রতিবেশীর তো কোন জিনিসের,কিংবা ক্ষুদ্র সাহায্য দরকার হতে পারে আপনার কাছে। আপনি যদি তার সাথে আগেই সম্পর্ক তৈরি করেন তাহলে প্রতিবেশী আপনার কাছে সাহায্য চাইতে ন্যূনতম অপমান বোধ করবে না। এভাবেই প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে ওঠে এবং সামাজিক সম্পর্ক বজায় থাকে।
সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হোক সব জায়গায়।
রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক সম্পর্ক তৈরি হোক দেশের প্রতিটি মানুষের মনে।।