
মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর বিএনপি’র আয়োজনে (৫ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় পবিত্র আল-কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি ফরিদুল হক শিকদার,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট – ৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) আসনের বিএনপি’র সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী গণমানুষের নেতা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর বাবু সোমনাথ দে, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপি’র সভাপতি ফরিদুল হক সিকদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোরেলগঞ্জ উপজেলা যুবদল বি এম রেজাউল করিম, আহবায়ক পৌর যুবদল মোঃ মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব পৌর যুবদল মোঃ শহিদুল ইসলাম মিঠু, সাবেক উপজেলা ছাত্রদল সহ-সভাপতি মোঃ মাসুম হোসেন কচি, যুগ্ন আহবায়ক পৌর যুবদল মোঃ সাইফুল ইসলাম মুন্সী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক পৌর ছাত্রদল সজল বেপারী, সদস্য সচিব পৌর ছাত্রদল আরিফুল ইসলাম অনি, পৌর – ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, বিএনপির বন্ধু ফোরাম এর সভাপতি মোঃ শাহিন শেখ, তালুকদার মনির হোসেন, সাংগঠনিক মোঃ রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ জুলফিকার বাবু, সদস্য মোঃ মাসুম হোসেন , সার্বিক পরিচালনায় মোঃ রুবেল খলিফা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, থেকে আগত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন যে মায়াবী, আপোষহীন দেশনেত্রী দেশের অভিভাবক বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর বেঁচে নেই আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি ধৈর্যশীল আল্লাহতায়ালা যেনো রহমত নাজিল করেন বলেন নেতাকর্মীরা।
প্রধান বক্তা বলেন আমাদের মা, বাংলাদেশের যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, মানবতার দরদী, মানবতার ফেরিওয়ালা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর বেঁচে নেই আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং আমরা আজকে সকলেই ঐক্যবদ্ধ হয়েছি দোয়া এই মিলাদ মাহফিলে মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলব আমাদের মাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং তিনি আরো বলেন আজকে সুযোগ এসেছে সকলকে ঐক্যব্দ্ধ হওয়ার। তাই আমরা সকল দল-ম ত, মতভেদ নির্বিশেষে আমাদের উচিত ধানের শীষ কে এই আসনে বিপুল ভোটে বিজয়ী করা। আমি ইউনিয়ান ওয়ার্ড, বিভিন্ন পাড়া, মহল্লা থেকে আগত নেতাকর্মীদের এটাই বলব সব সময় চোখ কান খোলা রেখে কাজ করে যাবেন। সবার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফের কামনায় দোয়া ও মোনাজাত দিয়ে শেষ অনুষ্ঠানটি।