এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দেশজুড়ে চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোর রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা অনেক নিচে নেমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ,দিনমজুর,কৃষক ও ছিন্নমূল জনগোষ্ঠী।
শীতের তীব্রতায় অনেক মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না। রিকশাচালক,ভ্যানচালক ও নির্মাণ শ্রমিকদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে।
ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলাচল করায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। কৃষিখাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। শীতের কারণে অনেক জমির ফসল ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
এদিকে শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। অনেক এলাকায় এখনো প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র পৌঁছায়নি। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, গরম পোশাক ব্যবহার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।