আজহারুল ইসলাম সাদীঃ
তিন দশক পরে পূর্ণাঙ্গ কাস্টমস হাউসে রূপ নিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
রবিবার (৪ জানুয়ারি) কাস্টমস হাউসের প্রথম কমিশনার হিসেবে
আনুষ্ঠানিকভাবে কার্যদিবস শুরু করেছেন মো. মুশফিকুর রহমান। এদিন বিকেলে তিনি স্থানীয় আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, ‘ভোমরা স্থলবন্দর আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে এই বন্দর জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।’
১৯৯৬ সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরু করা এই বন্দর দীর্ঘ ৩০ বছর পর কাস্টমস হাউসে উন্নীত হলো। এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ব্যবসায়ীরা বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বিশেষ করে ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার বিষয়ে তাঁরা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমসবিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্যবিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্ত প্রমুখ।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হওয়ায় এখন থেকে ভোমরা বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং রাজস্ব আদায়ে গতি ফিরবে।