জুলফিকার আলী কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে অনন্য সাফল্য অর্জন করেছে লামিয়া সুলতানা জিশা। সে স্থানীয় বিএনপি নেতা ও কলারোয়া উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জিয়াউর রহমানের কন্যা।
মেধার লড়াইয়ে সেরা লামিয়া সুলতানা জিশা
লামিয়া সুলতানা জিশা কলারোয়া গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জিশা তার সৃজনশীলতা, প্রখর মেধা এবং লিখনশৈলীর মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন। বিশেষ করে তার লেখায় ফুটে উঠেছে গভীর দেশপ্রেম এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
বিজয়ের দিনে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মূল অনুষ্ঠানে কলারোয়া ফুটবল মাঠে জিশার হাতে এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও জেবুন নাহার বলেন, “নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। লামিয়ার মতো মেধাবীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে।” এ সময় মঞ্চে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশপ্রেম ও সৃজনশীলতার এক অনন্য উদাহরণ
লামিয়া সুলতানা জিশার এই সাফল্যে তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। তার বাবা জিয়াউর রহমান জানান, ছোটবেলা থেকেই জিশা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে পারদর্শী। তার এই বিজয় কেবল পরিবারের জন্য নয়, পুরো কলারোয়াবাসীর জন্য গর্বের।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নতুন প্রজন্ম
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয়ের এই দিনে শিক্ষার্থীদের মাঝে দেশের সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গৌরবগাথা ছড়িয়ে দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশ ও বিজয় দিবসকে ফুটিয়ে তুলেছে।
শুভকামনার জোয়ার
জিশার এই কৃতিত্বে কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। জিশা ভবিষ্যতে বড় হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার এই জয় আগামী দিনের শিক্ষার্থীদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।