এমডি রেজওয়ান আলী, বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি-জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল,সাংবাদিক সামিউল আলম, সাংবাদিক ফাহিম সরকার,মইনুল ইসলাম শামীম,জিন্নু রাইন,জহুরুল ইসলাম,শিক্ষার্থী রাহিল আল দ্বীন ও মারুফ মোরশেদসহ আরও অনেকে। বক্তারা বলেন,শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।