
মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
ভোরের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশে ভেসে ওঠে ৩১ বার তোপধ্বনির গর্জন, তখন বাগেরহাটের মোরেলগঞ্জে যেন এক মুহূর্তে ফিরে যায় ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে। মহান বিজয় দিবসের সকালে লাল-সবুজের পতাকায় সেজে ওঠে জনপদটি—প্রতিটি মুখে, প্রতিটি হৃদয়ে জেগে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্বাধীনতার অহংকার।
(১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি পুষ্পর্গ অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। সূর্যের প্রথম আলো ফোটার আগেই মানুষ জড়ো হতে শুরু করে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে।
সকাল ৭টায় পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুল্লাহ ও মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহমুদুর রহমান।
এরপর একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান (বিএনপি) এর জেলা সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধার এই স্রোতে অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ, রিটায়ার্ড আর্ম ফোর্সেস এসোসিয়েশন, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কাউটস,সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি গার্লস স্কুল, কেজি স্কুল, উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মডেল একাডেম এবং পৌরসভার এবং বিভিন্ন ইউনিয়নের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলে ফুলে ঢেকে যায় পুরো স্মৃতিস্তম্ভের পাদদেশ।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
দ্বিতীয় পর্বে উপজেলা চত্বরে পবিত্র কোরআন তেলোয়াত মধ্য দিয়ে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ ও থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাকি সময়জুড়ে মোরেলগঞ্জ ছিল বিজয়ের নানা আয়োজনে মুখর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে যুদ্ধদিনের স্মৃতি, ত্যাগ আর বেদনার গল্প।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও আবৃত্তিতে প্রাণ ফিরে পায় স্বাধীনতার চেতনা।
এদিকে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কাজী খায়রুজ্জামান শিপন। আপর দিকে দুপুরে বাগেরহাট -৪ মোরেলগঞ্জ শরনখোলা আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম স্যারের নেতৃত্বে আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসায় বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃতীয় পর্বে বিকাল ৪ টায় এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি উন্মুক্ত ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ, সহকারী কমিশনার ভূমি অতিশ সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যগণ, মোরেলগঞ্জউপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও সদস্যগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজন।
দিনভর এসব আয়োজনের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান বিজয় দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা , আনন্দ ও আগামীর পথে এগিয়ে যাওয়ার এক দৃঢ় প্রত্যয়ে।