এমডি রেজওয়ান আলী বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর বিরামপুরে হাদী ভাইয়ের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন,এ ধরনের হামলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম,তোজাম্মেল হক (জামায়াত সমর্থক),মোসাব্বির হক (এবি ছাত্রনেতা আহ্বায়ক),আবুল কালাম আজাদ,মারুফ মোর্শেদ,হাফেজ নুর মোহাম্মদসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন,ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শেষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।