শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা
ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন তিনি
দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সাতক্ষীরা জেলার কলারোয়ার মাটির সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (NITOR) থেকে MS (Ortho Surgery) ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষায়িত চিকিৎসা দক্ষতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন—সিঙ্গাপুরে AO Spine Fellowship, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine Fellowship, এবং আরও বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক স্পাইন সার্জারিতে আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলেছেন। তিনি American College of Surgeons (FACS) ডিগ্রিধারী একজন সম্মানিত সার্জনও।
চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, স্পাইন সার্জারির আধুনিকায়ন, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ডা. পলাশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু চিকিৎসাবিদ ও গবেষণা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সাতক্ষীরা জেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারিতে আরও উন্নত সেবা এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রেখে যেতে চান।
দীর্ঘদিন ধরেই স্পাইন সার্জারিকে আধুনিক পদ্ধতিতে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়া এই তরুণ চিকিৎসক তার কর্মদক্ষতা, মানবিকতা এবং চিকিৎসাবিজ্ঞানে নিষ্ঠার কারণে সমগ্র চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।