
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ
আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে। অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে গতকাল বুধবার গভীর রাতে বেদেপল্লির একটি ঝুপড়ি ঘরে স্থানীয় এক যুবকের প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে।
পুলিশ জানায়, ইটভাটাসংলগ্ন ফাঁকা মাঠে বেদে সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবারের দেড় শ মানুষ অস্থায়ীভাবে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের রাশেদ ইসলাম নামের এক যুবক ‘অসৎ উদ্দেশ্যে’ বেদেদের একটি ঝুপড়ি ঘরে প্রবেশ করেন। এ সময় বেদে সম্প্রদায়ের লোকজন তাঁকে আটক করে বেঁধে রাখেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে রাশেদের মামাতো ভাই বিশুর নেতৃত্বে গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ তাঁকে ছিনিয়ে নিতে বেদেপল্লিতে হামলা করেন। তখন দুই পক্ষের সংঘর্ষে বেদে সম্প্রদায়ের শাকিল ও জামরুল (২৮) ছুরিকাঘাতে আহত হন। অন্যদিকে বেদেদের মারধরে আহত হন তৌফিকসহ (২৫), নাঈম (২২), সম্রাট (২০), বিশু (২৮), উভয় পক্ষের আরও কয়েকজন।
গুরুতর আহত শাকিল ও জামরুলকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। জামরুলকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে গাবতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশুর বোন জমেলাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, বেদেপল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।##