
কলারোয়া ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর নেতৃত্বে কুশোডাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুস, ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, যুব বিভাগের উপজেলা সহসভাপতি আসাদুজ্জামান রোমেল, জামায়াত নেতা মুফতি মতিউর রহমান, মাওলানা আজিজুর রহমান, মোঃ সোহাগ, যুব বিভাগের মোঃ আরিফুল ইসলাম, ইসরাইল হোসেন পলাশ প্রমুখ।
গণসংযোগ শেষে সন্ধ্যায় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল বের করে সংগঠনটি।