
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় হাজী নাছির উদ্দিন কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকালে কলেজ অধ্যক্ষ মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সালাহউদ্দিন পারভেজ। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এর সহধর্মিনী অ্যাডভোকেট সাহানাজ পারভীন বকুল। তিনি বলেন-ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে সকলকে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মেধার স্ফুরণ ঘটানোর আহ্বান জানান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ গভর্নিং বডির সদস্য আল ফাতাহ মোঃ নাছিমুদ্দীন ফারুকী, মোঃ আফিলউদ্দীন ও সাইফুল ইসলাম, শিক্ষক রোভার নেতা প্রভাষক ওবায়দুল্লাহ আহম্মেদ, প্রভাষক মো: আল মামুন,
মোহাসিন রেজা ও সুরাইয়া ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা-শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং ক্রীড়াক্ষেত্রে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।